সবার কথা বলে

ফেনী শহরে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফেনী জেলার সদস্যদের উপর দুর্বৃত্তদের হা-মলা

0 6

ফেনী শহরে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফেনী জেলার সদস্যদের উপর দুর্বৃত্তদের হা-মলা।

আজগর হোসাইন আতিক – ফেনী:

ফেনীতে দায়িত্ব পালনকালে নিসআ ফেনী জেলার সদস্যদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে নিসআ কেন্দ্রীয় কমিটি।

জেলা নেতৃবৃন্দ বলেন, আপনারা জানেন যে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফেনী জেলা শাখা নিরাপদ সড়ক ব্যাবস্থা নিশ্চিত করতে ফেনী জেলার স্থানীয় প্রশাসনের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সড়ক ও মহাসড়ক থেকে অবৈধ যানবাহন অপসারণের কাজ করতে গেলে আজ দুপুর আনুমানিক ১২ টার দিকে আচমকা আক্রমণের শিকার হন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফেনী জেলার সদস্যগণ এতে রকি, সুরাইম, শরীফ, পারভেজ ভূঁইয়ান, তরিকুল ইসলাম রিফাত, মুগ্ধ, ফারাবী সহ অন্তত নয় (০৯) জন আহত হন।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নিসআ কেন্দ্রীয় কমিটি একই সাথে প্রশাসনকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হামলায় জড়িত সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

একটি সম্মিলিত বিবৃতিতে নিসআ কেন্দ্রীয় কমিটি জানায় আমরা স্পষ্ট বলে দিতে চাই এভাবে হামলা করে, বাধা দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবেন না। আমরা নিরাপদ সড়ক ব্যাবস্থা তথা নিরাপদ রাষ্ট্র বিনির্মান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম বজায় রাখবো। আমরা মৃত্যুকে ভয় পাই না যদি আমাদের একজনও সদস্য বেঁচে থাকে নিরাপদ সড়ক বিনির্মানের লড়াই জারি থাকবে ইনশাআল্লাহ।

দুপুরে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জেলা কমিটির উদ্যোগে বিকাল ৪ টায় ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.