
পুরুষ তুমি
কবি জামাল
পুরুষ তুমি ক্লান্ত অতি ঘানি টানতে ঘরে
ঘর পরিজন ঋণী সদা তোমার ত্যাগের তরে
পুরুষ তুমি কঠোর শ্রমিক দিব্য নিশি ভবে
সকল শর্ত তোমার সাথে মুখ কালো কেন তবে?
পুরুষ তুমি দুর্বল নও, মুর্খ হয়তো বটে
ভালো মন্দে তোমার কথাই সবার আগে রটে,
অর্ধাঙ্গিনীর কাছে তুমি সদা বিষের বাতি
কোমলমতী বউ পেলে তবে তুমি উচ্চ সাথি।
পুরুষ তুমি সুখের নেশায় ডুবে থাকো সবি
জীবন রঙ্গে পরের জমিতে তুলতে চাইছো রবি
সময় ক্ষণে আপন মনকে ঠেলছো দূরে তুমি
হৃদের মায়া তুচ্ছ শামিল কাঁদছে তোমার ভুমি।
পুরুষ তুমি নাটাই হতে চাও কবু আবার ঘুড়ি
নাটাইয়ের সুর পশ্চাতে তোমার নিচ তলাতে নুড়ি
দেমাগ তোমার সত্য নহে বাহুতে তোমার ঘুন
পৃথিবী যেন অদ্ভুত বড়ই মনটা সদা খুন।
পুরুষ তুমি সবি পারো তোমার তুলনা রাশি
দ্বীনদ্বার তুমি, সদালাপী আর অতিব প্রেম বিলাসী
আগলে রাখো শত মনকে তুমি যে মহান বীর
সাত জনমেও তোমার আলাপ সম্মানে অতি শীর।
পুরুষ তুমি গড়তে পারো প্রেমের তাজ মহল
গড়তে পারো বিষাদ সিন্ধু, হরেক কৌতুহল
ইতিহাস তুমি রচনা করো এটাই তোমার ভাব
তুমি না থাকলে গড়তো না কবু দুনিয়ার আবির্ভাব।
পুরুষ তুমি দিতে পারো শোর গলার হুঙ্কার
দেশ বাঁচাতে রুখতে পারো অন্যায়ের বাঙ্কার
আছিয়ার মত ইতিহাস গড়েছো দেশ জুড়িয়া তুমি
কলঙ্কের লেপ গায়ে মাখিয়া ঘুরছো মরছো তুমি।
যে নারীকে মা জানো তুমি, অর্ধাঙ্গীনিও বটে
সে নারীকে কেমনে তুমি মারছো পথে ঘাটে
বিবেক তোমার মুচলো কবে কেমনে কর ধর্ষন
আরশ থেকে গজব যেন হয় তোমার উপর বর্ষন।