
সোনাগাজী কালচারাল ফোরামের ছোটদের রমাদ্বান সিজন ২ ‘পুরস্কার বিতরণী ‘ অনুষ্ঠান সম্পন্ন।
আজগর হোসাইন আতিক
সোনাগাজী প্রতিনিধি:
গত ২৬ শে মার্চ বুধবার বিকাল ৫ ঘটিকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে ফেনী জেলার শিশু-কিশোরদের অংশগ্রহণে ইসলামিক জ্ঞানের বিশেষ আয়োজন “ছোটদের রমাদ্বান” এর ২য় সিজন আনুষ্ঠানিক সমাপ্ত হয়েছে। এ বছর ফেনী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
গত ২২ ফেব্রুয়ারী ২০২৫ সনে ১ম রাউন্ডে বাছাইকরণ শেষে মোট ৫০ জনকে ২য় রাউন্ডের জন্য নির্বাচন করা হয়। দুইদিন ব্যাপী ৫০ জন প্রতিযোগীর এপিসোড রেকর্ড ও শ্যুটিং মোট ১১টি পর্বের মাধ্যমে শেষ হয় ২য় রাউন্ড। ২য় রাউন্ড এ সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১৫ জন শিক্ষার্থীকে পুরষ্কারের জন্য মনোনিত করা হয়।
পুরো বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কালচারাল একাডেমীর সেক্রেটারী ইবরাহীম বাহারী, উদ্দীপন কালচারাল একাডেমীর সাবেক সহকারী পরিচালক মিজানুর রহমান ভুইয়া, তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা ফেনী শাখার প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন চৌধুরী, ফেনী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি আরিফ হোসেন সহ দেশের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। মাসব্যাপী চলা এই রিয়্যালিটি শো এর আনুষ্ঠানিক পুরষ্কার বিতরণের মাধ্যমে ২৫শে রমজান সিজন ২ এর কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
সোনাগাজী কালচারাল ফোরামের সহকারী পরিচালক রাকিব হাসানের সঞ্চালনা ও প্রধান পরিচালক প্রকৌশলী আজগর হোসাইন আতিকের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশবরেণ্য সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন- এ ধরণের আয়োজন ফেনী জেলায় ইতোপূর্বে আর কখনো সংঘটিত হয়নি। এ সময় তারা এমন আয়োজনের ধারাবাহিকতা চালু রাখার আহবান জানান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
হাজীর মিষ্টি মেলার স্বত্ত্বাধিকারী তরুণ উদ্যোক্তা রিয়াদ হোসেন, SAPIENS এর স্বত্ত্বাধিকারী আহমেদ আল জুবায়ের ফাহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মাস্টার মজিবুর রহমান ও সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবুল কাশেম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস ফেনী জেলার সম্পাদক মো: বেল্লাল হোসেন, ইসলামী ছাত্রশিবির ফেনী জেলার সাবেক অফিস সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহীনুর হোসাইন ও সোনাগাজী মো: ছাবের সরকারি মডেল পাইলট হাই স্কুলের সিনিয়র শিক্ষক সাহেদ উদ্দিন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আরো পৃষ্ঠপোষকতা করেছেন, ফেনী ৩ দাগনভুইয়া-সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক, চট্টগ্রাম বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভুইয়া, এডভান্সড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী আলাউদ্দিন আদর ও আফসিরেরনেসা মেমোরিয়াল ফাউন্ডেশন।