
শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে অসহায়দের মাঝে শহর আলীর ঈদ উপহার বিতরণ।
শরীয়তপুর প্রতিনিধি – সংবাদের পাতা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে তরুন সমাজ সেবক শহর আলী ফকিরের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত কয়েক দিন ধরে ৩নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী বিতরণ করছেন তিনি। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- চিনি, দুই ধরনের সেমাই, আলু, পেঁয়াজ, পোলাও চাল ও ডাল।
ঈদ উপহার সামগ্রীর বিষয়ে কয়েকজন বলেন, প্রতিবার ঈদ এলে চিন্তাই থাকে ছেলে, মেয়েদের সেমাই খাওয়াতে পারবো কি না। তবে এবার শহর আলী ভাইয়ের কারণে সে দুশ্চিন্তা কেটে গেছে। এবার শুধু সেমাই না। ঈদের দিন পোলাও ও রান্না করবো। শহর আলী ফকির ভাই নিয়মিত আমাদের খোঁজ খবর রাখেন। এবার ঈদেও উপহার দিয়ে গেছেন। আল্লাহ তাঁর ভাল করুক।
এ ব্যাপারে তরুন সমাজ সেবক শহর আলী ফকির বলেন, আমি সারাজীবন মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। তারই ধারাবাহিকতায় এবারও আমার এলাকার মানুষের পাশে আছি। আমি আমার সাধ্যমতো প্রায় সাড় ৬০০ অসহায় ও দুস্থ মানুষকে ঈদ উপহার দিতে পেরে আমি আনন্দিত। আমি চাই ঈদের আনন্দ আসুক সবার ঘরে। এলাকায় সবসময় থাকুক ঈদের আনন্দ।