
শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপু।
এছাড়ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, আওয়ামীলীগ ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়মীলীগ সাধারণ সম্পাদক ম ই মামুন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী আওলাদ হোসেন শুকুর এবং শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।
নসরুল হামিদ বিপু বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। ধর্মীয় বিশ্বাস আর রমজানের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে।
এছাড়াও বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ হাতে দেশের হাল ধরে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।
এসময় এলাকার গরীব, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।