সবার কথা বলে

সোনাগাজীর আল হেলাল একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মোস্তফার স্মরণে আলোচনা সভা

0 17

সোনাগাজীর আল হেলাল একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মোস্তফার স্মরণে আলোচনা সভা।

আজগর হোসাইন আতিক

সোনাগাজী প্রতিনিধি:

গতকাল ২ এপ্রিল বুধবার সকাল ১০ ঘটিকায় আল হেলাল একাডেমী মিলনায়তনে সোনাগাজী আল হেলাল একাডেমী, ফেনী শাহীন একাডেমীসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ মোঃ মোস্তফা স্মরণে অধ্যক্ষ মোস্তফা স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আল হেলাল একাডেমীর প্রাক্তন ছাত্র ও ফেনী পৌর জামায়াতের আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রাক্তন ছাত্র নাছির উদ্দিন।

প্রথীতযশা প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মো: শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল হেলাল একাডেমী ম্যানেজিং কমিটির সভাপতি শামছুল হক এমকম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টীমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী ও দাগনভুইয়া-সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক।

মরহুম মো: মোস্তফার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা পেশ করেন, ফেনী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা পেশাজীবি ফোরামের সভাপতি আবু বকর ছিদ্দিক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, সোনাগাজী পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্যাহ, সোনাগাজী কামিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হোসাইন আহম্মদ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ওমর ফারুক, সোনাগাজী পৌরসভা ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যক্ষ মো: মোস্তফার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন মরহুমের বড় ছেলে ফারুকুল ইসলাম সবুজ ও তাওহিদুল ইসলাম শাহীন, মরহুমের ভাগিনা এডভোকেট আব্দুর রহিম মামুন, আল হেলাল একাডেমীর প্রাক্তন ছাত্র গাজী ওবায়দুল হক রনি (২০০০ব্যাচ), ইঞ্জিনিয়ার ফজলুল হক (৯৬), শাহাদাত হোসেন শিমুল (৯৩ ব্যাচ), ইকবাল হোসেন (২০০০), এডভোকেট হেদায়েত উল্যাহ, ইঞ্জিনিয়ার ইমাম হোসেন মামুন (২০০০), সাবেক শিক্ষক রফিকুল ইসলাম, হোসাইন আহমদ, মো: হানিফ, আলমগীর হোসেন আহাদ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.