
নড়িয়ায় অবৈধ মাটি কাটায় ভেকু জব্দ, জমির মালিককে ১০ হাজার টাকা জরিমানা।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে রিফাত মোল্লার বাড়িতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ম্যাজিস্ট্রেট শেখ মারুফ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচলনা হয় এবং অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ভেকু জব্দ করা হয় ও জমির মালিক রিফাত মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় ভেকুটি ডিঙ্গামানিক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ বাবু বেপারীকে ঘটনাস্থলে এনে তার জিম্মায় হস্তান্তর করা হয়। ম্যাজিস্ট্রেট শেখ মারুফ হাসান জানান, ভূমি আইন লঙ্ঘন করে পরিবেশের ক্ষতি ও স্থানীয় অবকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলার মতো অপরাধের বিরুদ্ধে কোনোরকম ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে নড়িয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল বলেন, “অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অনিয়ম ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, রিফাত মোল্লা তার ব্যক্তিগত জমিতে ভেকু দিয়ে মাটি কাটছিলেন, যা এলাকায় অবৈধ হিসাবে চিহ্নিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষণিক এই পদক্ষেপ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া ফেলেছে বলে জানান ইউনিয়নবাসী।
উল্লেখ্য, গত কয়েক মাসে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাটি কাটা ও ভূমি দখল রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তীব্র হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে এসব অনিয়ম বন্ধের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।