
বর্ণাঢ্য আয়োজনে ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে সোনাগাজী উপজেলার ৮ম উপজেলা স্কাউটস সমাবেশ। উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গার্লস-ইন-স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।
২৪ এপ্রিল বিকেল ৩টায় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,”স্কাউটিং শুধু খেলাধুলা নয়, এটি তরুণ প্রজন্মকে নেতৃত্ব ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করার আদর্শ প্ল্যাটফর্ম।”
৪ দিনব্যাপী সমাবেশে অংশগ্রহণকারী স্কাউটরা প্যারেড, ক্যাম্প ক্রাফট, সংকেত পাঠ, দৌড় প্রতিযোগিতা, দড়ির কাজ এবং বিভিন্ন স্কাউটিং গেমসের মাধ্যমে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শন করেন। দিনশেষে প্রতিদিন ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে নাচ, গান ও নাটকের মাধ্যমে স্কাউটরা তাদের প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায়।
২৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সম্মানিত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “স্কাউটরা হলো জাতির ভবিষ্যৎ কাণ্ডারী। দেশপ্রেম, নৈতিকতা ও সমাজসেবার মাধ্যমে তারা আগামীর বাংলাদেশ গড়বে।”
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক বেল্লাল হোসেন (এলটি), যিনি পুরো অনুষ্ঠান দক্ষতার সাথে সঞ্চালনা করেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারী, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তিন দিনব্যাপী এই সমাবেশে স্কাউট সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও টিমওয়ার্কের সুন্দর সমন্বয় ছিল চোখে পড়ার মতো। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সমাবেশ শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রম ও বিভিন্ন প্রদর্শনী পুরো অনুষ্ঠানকে আনন্দঘন করে তোলে।
এ সমাবেশ সোনাগাজী উপজেলায় স্কাউটিং কার্যক্রমের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।