সবার কথা বলে

মিছে মায়া

0 377

মিছে মায়া
জাহাঙ্গীর আলম বেপারী

ভাবছিলাম তুই আপন হবি
হইবি নাকো পর।
মিছে মায়ায় স্বপ্ন দেখাই
হইয়া গেলি পর।

হগ্গল কথার জালবুনিয়ে
রংধনু রং নিজে হয়ে।
আমি পাগল তোর প্রেমেতে
লইলি না খবর।

প্রেম কলংকের দাগ লাগাইয়া
করলি দেশান্তর।
পর মানুষের সংগে যে তুই
বাধলি সুখের ঘর।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.