সবার কথা বলে

শরীয়তপুরে পদ্মাপাড়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উদ্বোধন

0 360

শরীয়তপুরে পদ্মাপাড়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উদ্বোধন।

মোঃ জামাল হোসেন:

করলে জাটকা সংরক্ষণ – বাড়বে ইলিশের উৎপাদন
এ শ্লোগান কে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০২৩ উৎযাপন হলো নড়িয়া উপজেলায়।
শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, গোসাইরহাট, ডামুড্যা, জাজিরা,নড়িয়া উপজেলার সমন্বয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০২৩ উদযাপন হলো নড়িয়া উপজেলার সুরেশ্বর মৎস্য আড়তে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সড়ক ও পদ্মা নদীতে এক জাঁকজমকপূর্ণ নৌ রেলি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, শরীয়তপুর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সামসুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), শরীয়তপুর।

বিশেষ অতিথি ছিলেন-জনাব প্রনব কুমার কর্মকার জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর ।
জনাব মাষ্টার হাসানউজ্জামান খোকন মোল্লা, সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামীলীগ, নড়িয়া, উপজেলার শাখা।

জনাব আব্দুর রব খান, চেয়ারম্যান, ঘড়িষার ইউনিয়ন পরিষদ নড়িয়া, শরীয়তপুর।
জনাব হাসিবুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, গোসাইরহাট, শরীয়তপুর।
জনাব মোঃ নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর।
জনাব পলাশ হালদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর।

জনাব ইদ্রিস তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা,ডামুড্যা, শরীয়তপুর।
জনাব আবুল বাশার, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ,দা।), জাজিরা, শরীয়তপুর।
জনাব এস এমন সফিকুল ইসলাম, আহবায়ক, আওয়ামী মৎস্যজীবী লীগ, শরীয়তপুর।
আরো উপস্থিত ছিলেন – কাজি রফিক, সভাপতি নড়িয়া উপজেলা মৎস্যজীবী সমিতি।

দাদন সরদার সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর জেলা মৎস্যজীবী সমিতি। জনাব রিপন বেপারী, সিনিয়র সহ-সভাপতি, শরীয়তপুর জেলা মৎস্যজীবী সমিতি। সুমন বকাউল, সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা মৎস্যজীবী সমিতি।

উপস্থাপনায় মোঃ জাকির হোসেন মৃধা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) নড়িয়া শরীয়তপুর।
সহযোগিতা ছিলেন অত্র দপ্তরের জনাব আইয়ুব আলী ক্ষেত্র সহকারী, জনাব মহসিন কামাল,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, জনাব আক্তার, জনাব কামাল , জনাব সৈকত হাওলাদার জনাব শাহাআলম, জনাব লুৎফর , মাঠ সহায়ক কর্মী , দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের ইলিশ গার্ড জনাব রোমান বেপারী ও সুরুজ
বাস্তবায়নে- উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়িয়া, শরীয়তপুর।

সার্বিক সহযোগিতাও দিক নির্দেশনা – জনাব রাসেদউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার,
শরীয়তপুর।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.