সবার কথা বলে

বাবার অটো রিকশার চার্জারের শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু ভাই-বোনের মৃত্যু

0 315
নীলফামারীতে বাবার অটো রিকশার চার্জারের শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু ভাই-বোনের মৃত্যু।

 

মাসুদুর রহমান সৈয়দপুর – নীলফামারী:

নীলফামারী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃর্ত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দুই শিশু লিমা (৯) ও আরিফ (৭) দোলাপাড়া গ্রামের এন্তাজুল হকের সন্তান।
স্থানীয়রা জানায়, বাড়ির ভেতরে বৈদ্যুতিক লাইনে নিজের অটোরিকশায় চার্জ দিচ্ছিলেন এন্তাজুল হক। ঘটনার সময় চার্জে লাগানো অটোতে উঠে খেলা করছিল শিশু দু’টি। এক পর্যায়ে শর্ট সার্কিটে অটোটি বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থালেই তাদের মৃর্ত্যু হয়।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.