সবার কথা বলে

আশুলিয়ায় স্বামীর পু”রু”ষা”ঙ্গ কেটে দিয়েছে স্ত্রী

0 409

সাভারের আশুলিয়ায় স্বামীর পু”রু”ষা”ঙ্গ কেটে দিয়েছে স্ত্রী।

মোঃ শামীম ইকবাল:

সাভারের আশুলিয়ায় স্বামীর পু’রু’ষা’ঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। এঘটনায় স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার(১০-০৭-২৩) সকালে সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকায় এঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে সকালে স্বামী পোশাক শ্রমিক নাজমুল হোসেনকে ধরে ধারালো অ’স্ত্র দিয়ে পু’রু’ষা’ঙ্গ কেটে দেন ঘাতক স্ত্রী সুফিয়া। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছে আহত ব্যক্তির প্রচুর রক্ত ক্ষরণের কারণে তার অবস্থা আ’শঙ্কা’জনক। এঘটনায় এলাকাবাসী ঘাতক স্ত্রীর কঠোর শাস্তি দাবি করেছেন। আশুলিয়া থানা পুলিশ বলছে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.