সবার কথা বলে

কৃ্ষি ডিপ্লোমা

0 793

কৃ্ষি ডিপ্লোমা
ফয়জুল হাসান সাহিদ

এসো হে নবীন করিওনা ভুল
এসো হে নবীন হাতে নিবে ফুল।
এসো হে নবীন করিবে কৃষি ডিপ্লোমা
শিখে শিখাবে কৃষকের পথচলা।
দিবে উপদেশ হইয়া উদারতা
কৃষির মুগ্ধায় স্বচ্ছল হয়ে
করিবে শুরু পথচলা।
ফলাবে ফসল বাড়াবে আয়
তুমিই কৃষকের ভরসা।
কৃষি নিয়ে গড়বে দেশ
গড়বে সোনার বাংলাদেশ।
এসো নবীন ঝাকে ঝাকে
কৃষি ডিপ্লোমার অন্তরালে।
এসো নবীন ভয় নাই
কৃষি ডিপ্লোমার বিকল্প নাই।

 

কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.