
তীব্র তাপপ্রবাহে রাজধানীর সায়দাবাদে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ।
সাগর – সংবাদের পাতা:
তীব্র তাপপ্রবাহে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত। এই তীব্র তাপদাহে খেটে খাওয়া তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এর নির্দেশে ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মোঃ জাহিদুল কবির রাজু । এই তীব্র তাপপ্রবাহে বিশুদ্ধ পানি ও শরবত কিছুটা হলেও পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
৫ মে (রবিবার) দুপুরে সায়দাবাদে আর, কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এর সামনে থেকে খেটে খাওয়া এসব তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন।
এসময় ৪৮ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মনোয়ার ইসলাম মনির বলেন,তীব্র দাবদাহে বর্তমানে জনজীবন অতিষ্ঠ। এই দাবদাহে মানুষদের কিছুটা হলেও স্বস্তি দিতে ঢাকা-৫ আসনের এমপি’পক্ষ থেকে আমরা এই সামান্য উদ্যোগ নিয়েছি। এরই ধারাবাহিকতায় কয়েক হাজার তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করছি।
কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ জাহিদুল কবির রাজু বলেন,যতদিন এরকম তীব্র তাপদাহ থাকবে ততদিন ৪৮ নং ওয়ার্ড এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রিকশাচালক, ভ্যানচালক, অটোচালক ও যানবাহনের চালকসহ পথচারী, যাত্রী এবং খেটে খাওয়া হাজার হাজার তৃষ্ণার্ত মানুষের মাঝে ওই বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন,সাবেক বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মুশফিকুল মান্নান বায়ু (চেয়ারম্যান)। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব কৌশিক আহমেদ জসিম,,কাজী সেলিম সারোয়ার, মিজানুর রহমান মিজান,৪৮ নং ওয়ার্ড যুবলীগের ফয়সাল আহমেদ ফালান, মনোয়ার ইসলাম মনির, বাবলা, শাহিন ,সেতু ,জয়নাল আবেদীন, মিল্টন, সজল মাহমুদ।৪৮ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম,সাবেক বৃহত্তর ডেমরা থানার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ শান্ত ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ধারাবাহিকতা চলমান থাকবে বলে জানা যায়।