
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা৫ আসনের সর্বস্তরের জনগণ কে এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হারুনর রশীদ মুন্না।
এম এ জব্বার – সংবাদের পাতা:
হারুনর রশীদ মুন্না ঢাকা৫ আসনের নৌকার কান্ডারী, ঢাকা৫ সংসদীয় নির্বাচনী এলাকার ১৪ দলের প্রধান সমন্নয়ক।
হারুনর রশীদ মুন্না সংবাদের পাতা’র – প্রতিবেদক কে এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহীম (আঃ) ত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন। তা যুগে যুগে মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য এবং সত্যকে ধারণ করতে উদ্বুদ্ধ করেছে। তিনি কোরবানির এ আদর্শে অনুপ্রাণিত হয়ে লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
পরিশেষে হারুনর রশীদ মুন্না – সকলের সুস্থ-সুন্দর জীবন ও সমৃদ্ধি কামনা করেন।