সবার কথা বলে

এবার নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রারের পদত্যাগ

0 386

এবার নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রারের পদত্যাগ

একেএম মহিউদ্দিন – সংবাদের পাতা:

বৈশম্যবিরুদী ছাত্র আন্দোলনের কাজে বাধাদান কারী নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার কমোডর এম মনিরুল ইসলাম(অব:) তিনি (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের NSI পরিচালক), ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রদত্যাগ করতে বাধ্য হন।

বিবিএ ডিপার্টমেন্টের এক ছাত্রী জানান ছাত্রদের আন্দোলনের সময় তিনি হাসিনার দোষর হিসেবে ছাত্রদের কাজে বাধাদান সহ পুলিশকে উস্কিয়ে দিয়ে এরেস্ট করা, পুলিশকে হোস্টেল দেখিয়ে দেয়া, সহ ক্যাম্পাস থেকে ছাত্রদেরকে আন্দোলন না করতে বাধ্য করা, ভয়ভীতি দেখানো সহ অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে বিশ্ববিদ্যালয়ের অবৈধ দখলকারী চেয়ারম্যান ইউসুফ আব্দুল্লাহর প্রদান সহযোগী হিসেবে কাজ করতেন।

উল্লেখ্য ইউসুফ আব্দুল্লাহ সাতক্ষীরা ১ ও ৩ থেকে দুবার আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন, আওয়ামী লীগের কাছে।

আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন ছিল এদের মূল কাজ। নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এগুলো থেকে পরিত্রাণ চান তারা এদেরকে পদত্যাগ করিয়ে বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি ও স্বৈরাচারের দোসর মূক্ত সহ শিক্ষার সুস্থ পরিবেশ চান শিক্ষার্থীরা।
এবং এদেরকে আইনের আওতায় এনে এরেস্ট করে শাস্তি প্রদানের দাবি জানান শিক্ষার্থীরা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.