সবার কথা বলে

শহীদ সাফওয়ান সদ্য’র সমাধীতে ডিসি হাছিনা বেগম এর শ্রদ্ধাঞ্জলী

0 11

শহীদ সাফওয়ান সদ্য’র সমাধীতে ডিসি হাছিনা বেগম এর শ্রদ্ধাঞ্জলী।

মোঃ এমদাদুল হক
স্টাফ রিপোর্টার:

“জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উদযাপন উপলক্ষে
মঙ্গলবার ৫ আগস্ট জামালপুর জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ সাফওয়ান আখতার সদ্য-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জামালপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাছিনা বেগম এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তাঁরা শহিদ সাফওয়ান আখতার সদ্য-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

পরে শহিদ সাফওয়ান আখতার সদ্য-এর মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.