
জেনোভায় বিএনপি ও যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এম এ জব্বার – সংবাদের পাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদলের ইতালির জেনোভা শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ আগষ্ট জেনোভার ভিয়া সোটোটিপায় বড় মসজিদে বাদ জুম্মায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ দোয়া মাহফিলে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেনোভা বিএনপি সহ-সভাপতি মুকুল সরদার, সহ – সভাপতি সুজন ডালি, সায়েম, রুহুল মোল্লা, বাহাদুর বেপারী, যুবদলের সভাপতি সজিব শিকদার, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ ডালি, সুলতান, বিএনপি নেতা আলাউদ্দিনসহ মিলাদে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন।
বক্তারা বলেন, “দেশনেত্রী গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বে বাংলাদেশে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন—আমরা তাঁর আশু সুস্থতা কামনা করি।”
দোয়া শেষে তবারক বিতরণ করা হয় এবং আগামীর আন্দোলনে প্রবাসীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।