সবার কথা বলে

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মাননা পেলো ১৯ শিক্ষার্থী

0 9

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মাননা পেলো ১৯ শিক্ষার্থী।

আশিকুর রহমান হৃদয় – সংবাদের পাতা:

শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এলিট ইন্টারন্যাশনাল স্কুলে ট্যালেন্টপুলে মেধাবৃত্তি ৭ জন এবং সাধারণ মেধাবৃত্তি ১২জন মোট ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ)।

সোমবার (৬ অক্টোবর) সকালে শরীয়তপুরের ডামুড্যায় কাইলাড়া বাজার সংলগ্ন এলিট ইন্টারন্যাশনাল স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

এলিট ইন্টারন্যাশনাল স্কুল কমিটির সভাপতি জনাব ওবায়েদ বালীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সুমাইয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল হক মিন্টু সিকদার, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল জব্বার, স্কুলের দাতা সদস্য আবুল হাসেম মাদবর, দাতা সদস্য সিরাজুল হক সিকদার, সিড্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রুবেল আকন, এলিট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক সজিব হোসেন, পরিচালক কবির হোসেন খান, পরিচালক জাকির হোসেন সোহেল,অভিভাবক সদস্য বি.এম সবুজ সহ এলিট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা ২০২৪ শিক্ষাবর্ষে অসাধারণ ফলাফল, শৃঙ্খলা ও সৃজনশীল কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পান। অতিথিরা তাদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেন।৷

অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, এলিট ইন্টারন্যাশনাল স্কুল শরীয়তপুর জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান পেয়েছে। শিক্ষার্থীদের সঠিক পরিচর্চাই মেধাবিকাশের অন্যতম কারন। তাদের পড়াশুনার প্রতি জোক তৈরী ও উৎসাহিত করতেই এই সম্মাননা । বক্তব্যে প্রধান শিক্ষক বলেন “শিশুদের শিক্ষা হওয়া উচিত চাহিদাভিত্তিক, কাঠামোগত নয়। তাহলে আত্মবিশ্বাসী হয়ে উঠবে প্রতিটি শিশু। পাশাপাশি এই পুরস্কার শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। এসময় বক্তারা বাংলাদেশ কিন্ডারগার্টেন আ্যসোসিয়েশনের এই উদ্যোগে স্বাগত জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.