0 2

সাংবাদিক জিসানের নিঃশর্ত মুক্তি চায় ‘যুব ফেডারেশন’
বিশেষ সংবাদদাতা – সংবাদের পাতা:
সাংবাদিক ও শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জিসানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে, মিথ্যা মামলা আখ্যা দিয়ে ও তাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ মে) সংগঠনের আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, জান্নাতুল ফেরদৌস জিসান তার সাংবাদিকতা ও শিক্ষাজীবনে সর্বদা সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছেন। অথচ কিছু প্রভাবশালী মহল তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করেছে। এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলে। তারা অভিযোগ করেন, একজন তরুণ সাংবাদিক ও শিক্ষার্থীকে কণ্ঠরোধের উদ্দেশ্যে এভাবে হয়রানি করা হচ্ছে, যা মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর আঘাত।
যুব ফেডারেশন অবিলম্বে জিসানের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তারা সাংবাদিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। ভবিষ্যতে এ ধরনের নিপীড়ন ও হয়রানির পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকারও অনুরোধ করেছেন।
বিবৃতিতে তারা সকল গণতান্ত্রিক, মানবাধিকার সংগঠন ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের সবাইকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।