সবার কথা বলে

নড়িয়ার চাকধ বাজারে ডায়মন্ড বিল্ডার্স প্রা. লি.-এর অফিস উদ্বোধন

0 19

নড়িয়ার চাকধ বাজারে ডায়মন্ড বিল্ডার্স প্রা. লি.-এর অফিস উদ্বোধন।

নাছির আহমেদ আলী – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারে স্পেন প্লাজার নিচতলায় *ডায়মন্ড বিল্ডার্স প্রাইভেট লিমিটেড*-এর নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭জুন) বিকেলে এক দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অফিসটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, “ডায়মন্ড বিল্ডার্স আধুনিক মানের হাউজিং ও নির্মাণসেবায় মানুষের আস্থা অর্জন করতে চায়।”

এসময় উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব এ এফ এম মজিবুর রহমান, এমডি মোঃ মাসুম মুন্সি, ফাইনেন্স ডিরেক্টর – রিপন তালুকদার, এক্সিকিউটিভ ডিরেক্টর – জাকির হোসেন খাঁন, মার্কেটিং ডিরেক্টর – এম আর খান রিপন, সদস্য মোঃ শোভন ফারুক ও মোঃ মামুন মুন্সি।

এ সময় ভবিষ্যতে শরীয়তপুরে গুণগতমানসম্পন্ন নির্মাণসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.