সবার কথা বলে

“ধনাঢ্য ব্যক্তিরাই, প্রতারক আখি ইসলামের মূল টার্গেট”

0 173

“ধনাঢ্য ব্যক্তিরাই, প্রতারক আখি ইসলামের মূল টার্গেট”

বিশেষ সংবাদদাতা – মনির হোসেন:

রাজধানী কদমতলী থানা এলাকায় মোঃ মইনুল ইসলাম টিপু কে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল ) গভীর রাতে ডিএমপির কদমতলী থানা জুরাইন বৌ বাজার নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন- মো. মোঃ রাজীব বেপারী (২৪), দ্বীন ইসলাম ছদ্মনাম শেখ জিনিয়াস (২৩), মোসাম্মৎ আখি ইসলাম (২২)। মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানায়, প্রতারক রাজীব ফোন ব্যাবহার করে কথিত প্রেমিকা আখিকে সঙ্গে নিয়ে একটি প্রতারক চক্র গড়ে তোলেন। তারা ওই নারী সদস্যকে দিয়ে বিভিন্ন লোককে প্রেমের ফাঁদ ফেলতেন। এক পর্যায়ে মোঃ মইনুল ইসলাম টিপু কে ফাঁদে ফেলেন। গত ১ এপ্রিল দুপুর সাড়ে ৩ টার দিকে তার ব্যবহৃত মুঠোফোনে কল দেন। ওই সময় তাকে জুরাইন সিএনজিস্টানের কাছে আসতে বলেন।
টিপু সেখানে গেলে তাকে গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এরপর তাকে হত্যার হুমকি দিয়ে মারপিট করেন। একপর্যায়ে তার কাছে থাকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর তারা টিপু বাড়িতে ফোন করিয়ে কয়েক দফায় বিকাশ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৮৫ হাজার টাকার মতো হাতিয়ে নেন। মোঃ মইনুল ইসলাম টিপু মাধ্যমে আসামিদের শনাক্ত করেন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, দীর্ঘ দিন ধরে আটক প্রতারক চক্র বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে সহজ সরল মানুষদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আসছিল। আদিল মাহামুদের অভিযোগের সত্যতা পেয়ে প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.