সবার কথা বলে

ডেমরায় সংবাদকর্মী রাজুর উপরে হা ম লা

0 9

“ডেমরায় সংবাদকর্মী রাজুর উপরে হামলা”

নিজস্ব প্রতিনিধি – সংবাদের পাতা:

ডেমরায় বুধবার দুপুরে রাজু তালুকদার নামের এক সংবাদকর্মী সন্ত্রাসী হামলার শিকার হয়ে, গুরুত্বর আহত হয়েছেন। এঅবস্থায় তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য নেওয়া হয় এবং চিকিৎসা নিয়ে পরে বাসায় ফিরেন রাজু তালুকদার।

আহত সংবাদকর্মী রাজু তিনি 9Newstv একজন সংবাদকর্মী হিসাবে কর্মরত রয়েছেন।

স্থানীয় জনতা জানান, সাংবাদিক রাজু তালুকদারের পূর্ব শত্রুতার জের ধরিয়া বিবাদীরা ২৫/১২/২০২৪খ্রিঃ দুপুর ১২.০০ ঘটিকা সময় ডেমরা থানধীন হাজী নগর ১৬ ফিট রাস্তার মাথায় সাইফুলের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর আমি পৌঁছা মাত্র বিবাদীরা লাঠি সোঠা, লোহার রড ও দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে, বে-আইনী জনতাবদ্ধে আবদ্ধ হইয়া আমাকে এলোপাথারীভাবে মারধর শুরু করে, রাজুকে হত্যার উদ্দেশ্যে গলায় চেপে ধরে। হামলাকারীর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রাজুর কোমরে আঘাত করে গুরুতর জখম করে। ফলে রাজুর কোমরের হাড় ভেঙ্গে যায় উক্ত বিবাদীরা আমার বুকের শার্টের ডান পকেটে থাকা একটি বাটন মোবাইল ও আমার সাথে থাক নগদ ৩,৭০০/- (তিন হাজার সাতশত) টাকা চুরি করিয়া নিয়ে নেয়। আমার ডাক চিৎকারে শুনে স্থানীয় জনতা আসে,সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

হামলাকারীরা হলেন, মো.আলী (৪৫), পিতা-অজ্ঞাত, মোসাম্মৎ রত্না (৪০), স্বামী আলী, স্থায়ী সাং-রসুলনগর, সারুলিয়া, থানা-ডেমরা, মোঃ পারভেজ গ্যাস পারভেজ (৩২), পিতা-কিরণ মিয়া, স্থায়ী সাং-রসসুলনগর, সারুলিয়া, থানা-ডেমরা, জেলা- ঢাকা সহ আরোও অজ্ঞাতনামা ৪/৫ জন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি মামলার হয়েছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সাংবাদিক রাজুর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহলের সাংবাদিক নেতৃবৃন্দরা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.