সবার কথা বলে

শরীয়তপুরের নড়িয়ায় সাবেক যুবদল নেতা রনি মাঝী সংবাদ সম্মেলন

0 9

শরীয়তপুরের নড়িয়ায় সাবেক যুবদল নেতা রনি মাঝী সংবাদ সম্মেলন করেছেন।

মোঃ জামাল হোসেন – স্টাফ রিপোর্টার

সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়ায় সাবেক যুবদল নেতা রনি মাঝী সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় রনি মাঝী দাবি করেন, গত দুদিন আগে দৈনিক যুগান্তর পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যে ভিত্তিহীন নিউজ প্রচার করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি জানান, নিউজে যে কথা গুলো তার বিরুদ্ধে লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এর সাথে তিনি জড়িত নন বলে দাবী করেন। তার বিরুদ্ধে নাজির খান নামে এক ব্যাক্তি এ মিথ্যা সংবাদ প্রচার করে ষড়যন্ত্র চালাচ্ছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

এ সময় রনি মাঝী অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের সময় কর্ণেল (অবঃ) শওকত আলী ক্ষমতায় থাকাকালীন সময়ে একদিন নাজির খান আমার বাবার বশত বাড়ি থেকে আমাদের অস্ত্রের ভয় দেখিয়ে শত শত আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ নিয়ে এসে আমাদের বাড়ি থেকে আমার বাবা মা স্ত্রী সন্তান সহ বের করে দেয়। পরে এখন আওয়ামী লীগ সরকার পতনের পর আমাদের যায়গায় যে অফিস করে বাড়ি দখল করে ছিলো সে বাড়ি আমি গিয়ে তার দারোয়ান কে বলি তার মালিক কে খবর দিতে।কিন্তু এতে নাজির খান না এসে বিভিন্ন লোক ধরে তা সমাধানের কথা বলে।তাতে আমি রাজি হই।কিন্তু এতে কোন সমাধান হয়নি। এবং ঐ যায়গার মধ্যে যা নাজির খান বিক্রি করেছে তাদের আমি বলছি ভয়ের কোন কারন নেই। আমরা আইনের মাধ্যমে যায়গা বুঝে নিবো।পরে হটাৎ করে গত দুদিন আগে আমার কাছে শরীয়তপুরের কিছু সাংবাদিক আসে এবং কথা বলে চলে যায়। পরে আমার নামে এ নিয়ে মিথ্যে নিউজ প্রচার করা হয়।যার কোন ভিত্তি নেই এবং এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান,আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য নাজির খান এবং কিছু লোক আমার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করছে।আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর সঠিক তদন্ত চাই। আমার সম্পত্তির সকল কাগজ পত্র আছে আমি জোর করে কারো সম্পত্তি খেতে চাইনা। আমি চাই সঠিকভাবে তদন্ত করে আমার সম্পত্তি আমাকে প্রশাসন বুঝিয়ে দেক।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.