
প্রবল বৃষ্টি আর প্রতিনিয়ত জলাবদ্ধতায় অতিষ্ঠ হয়ে পড়েছে – শ্যামপুর – কদমতলীর ৫৪ নং ওর্য়াড অন্তগত আলমবাগ বাসী।
এম এ জব্বারঃ
শ্যামপুর – কদমতলী ৫৪নং ওর্য়াড এই অঞ্চলের মানুষের জীবন যাপনের আছে নানান অভিযোগ।
প্রবল বৃষ্টি আর জলাবদ্ধতার কারনে – ঈদের দিনেও রান্না জোটেনি অনেকের ঘড়ে।
তাছাড়া প্রতিনিয়তো জলাবদ্ধতার কারনে আলমবাগ বাসীর নানান সমস্যার সম্মুখীন হতে হয়।
স্কুল – মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী – শিশু বাচ্চাদের ও মুসল্লীরদের প্রতিনিয়ত সমস্যায় পরতে হয়। এই অঞ্চলে জলাবদ্ধতার কারনে অনেক সময় অসুস্থ রুগী যেনো ভুক্তভোগী থেকে ছাড় পান না।
তবে অত্র এলাকার আলমবাগ বাসী অনেকে ক্ষোপ প্রকাশ করেন – এবারের আসছে জাতীয় সংসদ নির্বাচনে – ঢাকা ৪ নির্বাচনী ( শ্যামপুর – কদমতলীতে ) নতুন কোন নেতৃত্ব দেখ তাদের এমনি মত প্রকাশ করেন পানি বন্দী মানুষেরা।
তবে ঈদুল আযহার প্রথম দিনেই ভিন্ন কিছু দেখা মিলে, প্রতিবারের মত ন্যায় এবারও পানি বন্দী মানুষের পাশে এগিয়ে এসেছেন – ঢাকা মহানগর দক্ষিণ – আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক – শেখ মোহাম্মদ আজহার।
২৯শে জুন – বৃহস্পতিবার পবিএ ঈদুল আজহার দিন শুরুতেই প্রবল বৃষ্টির কারনে – ঢাকা ৪ নির্বাচনী (শ্যামপুর – কদমতলী) নিচু এলাকা – আলমবাগ বাসী পানি বন্দীতে আবদ্ধ হওয়ায় – শেখ মোহাম্মদ আজহার অতি দ্রুততার সাথে আলমবাগের পানি বন্দী পরিবারদের মাঝে রান্না করা খাবার – ফল ও অনান্য প্রয়োজনীয় জিনিস পত্র দিয়ে থাকেন।
তাতে কিছুটা আস্তা স্বরুপ পান অত্র আলমবাগের পানি বন্দী মানুষেরা।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা শেখ মোহাম্মদ আজহারের এমন ভূমিকার জন্য দোয়া ও আশীর্বাদ ব্যক্ত প্রকাশ করেন।
খাবার বিতরনে এসময় উপস্থিত ছিলেন, শ্যামপুর থানা আওয়ামী লীগের – সহ-সভাপতি – মুক্তিযোদ্ধা – মোঃ বাবুল হোসেন, ৫৪নং ওয়ার্ড – আওয়ামী লীগের সহ-সভাপতি – হাজী চাঁন মিয়া, ৫৪নং ওর্য়াড অন্তগত আওয়ামী লীগের – আলমবাগ ২নং ইউনিটের সভাপতি – মোঃ সোহেল।
তাছাড়াও উপস্থিত ছিলেন – মোঃ বাবুল ৫৩ নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সভাপতি, মোঃ বাচ্চু ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা, বিভোর রহমান প্রিন্স – সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামপুর থানা ছাত্রলীগ।
মোঃ সাদ্দাম হোসেন – ক্রিয়া সম্পাদক ৫৮ নং ওয়ার্ড যুবলীগ কদমতলী থানা, ৫৮ নং ওয়ার্ড যুব মহিলা লীগের নেত্রী তুলি, হোসেন শরীফ রফিক, ৩ নং ওয়ার্ড ৫ নং ইউনিটের সাধারণ সম্পাদক।
মোহাম্মদ আনু জেন্ডারিয়া থানা যুবলীগ নেতা
মোহাম্মদ জাকির – ৪৭ নং ওয়ার্ড যুবলীগের নেতা, মোঃ আব্দুর রশিদ সাবেক সাধারণ সম্পাদক শ্যামপুর থানা কৃষক লীগ ও মোঃ ইসমাইল সহ আলমবাগ ইউনিক এর নেতৃবৃন্দ।