সবার কথা বলে

ডা”কা”ত ও চো-র চ’ক্রে’র ৬ সদস্য গ্রে-ফ-তা-র করেছে শ্যামপুর থানা পুলিশ 

0 185

ডা’কা’ত ও চো”র চক্রের ৬ সদস্য গ্রে-ফ-তা-র করেছে শ্যামপুর থানা পুলিশ 

বিশেষ সংবাদদাতা – মনির হোসেন:

রাজধানী শ্যামপুরে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পোস্তগোলায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে ওই চক্রের ৬ জন  সদস্যকে গ্রেফতার করে শ্যামপুর মডেল থানা পুলিশ। পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ বাদশা মিয়া (৩৭), মো: সুমন (৩০) মো: সনি (২৫) মো: এরশাদুল (৪৫) মোঃ আমিনুল ইসলাম (৩০) ও মোঃ রবিউল আলম সরদার (৩৫)।

শ্যামপুর থানার এসআই মো.সাকিব হোসেন জানান, গত  শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোস্তগোলা এলাকা হইতে গ্রেফতার করা হয়।

এসময় ডাকাত দলের সদস্যদের নিকট হইতে উদ্ধার করা হয়, ১টি ভোল্ট কার্টার, ০২টি ষ্টিলের কার্টার, ০৩টি ছোট টর্চ লাইট, ০১টি টর্চ লাইট, ০১টি পিকআপ। পরে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজাতে পাঠানো হয়।

শামসুল আলম সহকারী উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর জোন)ওয়ারী বিভাগ ডিএমপি  বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে শ্যামপুর থানা পুলিশ। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.